রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

আপনার পেন ড্রাইভ বা মেমোরী ডিভাইসে কপি পেস্টের গতি বাড়িয়ে নিন সহজেই

speedy copy 300x224 আপনার পেন ড্রাইভ বা মেমোরী ডিভাইসে কপি পেস্টের গতি বাড়িয়ে নিন সহজেইপেন ড্রাইভ বর্তমানে প্রযুক্তি সচেতন নাগরিকের একটি নিত্য ব্যবহার্য জিনিস হয়ে দাড়িয়েছে। আগেকার দিনের ফ্লপি ডিস্ককে পেন ড্রাইভ ব মেমোরী ডিভাইসগুলো যোগ্যভাবেই প্রতিস্থাপন করেছে। আমরা যেকোন ফাইল/সফটওয়্যার এক কম্পিউটার থেকে  অন্য কম্পিউটারে দেওয়া-নেওয়া করার জন্য এই পেন ড্রাইভ ব্যবহার করি। কিন্তু উইন্ডোজের ডিফল্ট অপশনে পেন ড্রাইভ বা মেমোরী ডিভাইসে কোন কিছু কপি/পেস্টের গতি কমানো থাকে। তাই আজকে আপনাদের শিখাবো কিভাবে এই গতি বৃদ্ধি করা
যায়। আর তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই!!! এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। এজন্য প্রথমে My Computet এর Properties এ যান।
২। এবার Hardware >> Device Manager এ যান।
৩। এখানে Ports (Com & LPT) >> Communications port (COM1) এ ডাবল ক্লিক করুন।
৪। এখন Port Settings >> Bits per second হিসেবে সর্বোচ্চ বিট 128000 করে দিন।
৫। এবার Flow Control থেকে hardware নির্বাচন করে OK করুন।
৬। এখন আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিন।
এবার দেখুন আপনার মেমোরী ডিভাইসে কপি-পেস্টের স্পীড আগে থেকে বৃদ্ধি পেয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative