শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

আপনার কি চান আপনার এড এ পতিদিন আনেক ক্লিক পরুক ? তাহলে এই লেখাটি আপনারজন্য ।

প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন ? আসাকর ভাল আছেন । এটি আমার ১ম লেখা ভুল হল ক্ষমা করবেন । মূল কথায় আশি যাদের ব্লগ আছে তারা নিশ্চয় কোন না কোন বিজ্ঞাপন দাতা সাইট থেকে বিজ্ঞাপন নিয়ে আপনার ব্লগে বসিয়েছেন । বিজ্ঞাপন বসানুর প্রধান উদ্দেশ্য টাকা আয় ।
টাকা আয় তখনি হবে যখন আপনার ব্লগের বিজ্ঞাপনে অন্য কোন কম্পিউটার থেকে ক্লিক পরে বা অন্য কেউ তার কম্পিউটার থেকে আপনার ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করে । সাধারণত আপনার ব্লগে গিয়ে কেউ বিজ্ঞাপনে ক্লিক করবে না । যার যার নিজ নিজ পয়োজন শেষে চলে যাবে । আর ক্লিক করলে ২থেকে ৪জন । এতে আপনার টাকা আয় হবেনা বললেই চলে ।
আমি এমন একটি ঠিকানা দেব যেখানে আপনি আপনার বিজ্ঞাপন প্রচার করতে পারেন । এইঠিকানায় শধু বিজ্ঞাপন প্রচারিত হয় । এখানে প্রচারের সুভিদা হল এখানকার সকল বিজ্ঞাপন প্রদানকারি প্রতিদিন আপনার বিজ্ঞাপনে একবার করে ক্লিক করবে । সকল বিজ্ঞাপন প্রদানকারি নিজ বিজ্ঞাপন সহ সব বিজ্ঞানে একবার করে ক্লিক করবে । যাতে আপনার বিজ্ঞাপনে ২০বা৫০ বা ১০০টি ক্লিক পরবে যার ফলে আপনি প্রতিদিন ৩থেকে৪ ডলার বা তার বেশি আয় করতে পারবেন । এখানে প্রধান সুভিধা হল এখানকার সব বিজ্ঞানে ক্লিক করতে সময় লাগবে ৩থেকে ৫ মিনিট বা তারচেয়ে কম ।
কিছু এডক্লিক প্রতিষ্ঠান আছে যাদের ১টি বিজ্ঞাপনে ক্লিক করে ৩০বা৪০ সেকেন্ড আপেক্ষা করতে হয় এবং ঐ পেজটি খুলে রাখতে হয় । অন্য পেইজে চলে গেলে তা থেমে থাকে । যার ফল অন্য পেইজে যাওয়া যায়না । আর ১টি বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাকে দিবে 0.001 ডলার ।১০০ টি বিজ্ঞাপনে ক্লিক করলে 0.01 ডলার । মানে ১ পয়সা বা সেন্ট । আর আমার দেয়া এই ঠিকানায় যদি আপনি ভাল বিজ্ঞাপন দাতা ঠিকানা থেকে বিজ্ঞাপন নিয়ে প্রচার করেন তবে প্রতি ক্লিকে পাবেন 0.05 ডলার । ১০০ ক্লিকে ৫ ডলার যা বাংলাদেশি টাকায় ৪০০ টাকার মতন । সাইটিতে যেতে এই লিঙ্কে যানবিজ্ঞাপন প্রচার লেখা স্থানে নমের যায়গায় আপনার নাম, ইমেইলে আপনার ইমেইল ঠিকানা, এবং html/java কোড এ বিজ্ঞাপনের বেনার কোড দিয়ে সাবমিট করুন । ১ দিনের মধ্যে আপনার নাম বা আইডি সহ আপনার বিজ্ঞাপন প্রচার হবে । আর সবচেয়ে সুভিধা হল যাদের ব্লগ বা ওয়েবসাইট নেই তারাও এই লিঙ্ক থেকে (এটি একটি বিজ্ঞাপন দাতা ওয়েবসাইট এর লিঙ্ক যারা ১ ক্লিকে 0.05সেন্ট দেয় ) সাইন আপ করেঐ ঠিকানায় বিজ্ঞাপন দিতে পারবেন । এতে আপনারও টাকা আয় হবে ।

যারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহর করেন এই ঠিকানাটি তাদের জন্য । যারা মাঝে মাঝে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য নয় ।
এই সাইটের প্রধান নিয়ম হল প্রতিদিন এর সকল বিজ্ঞাপনে ক্লিক করতে হবে ।
এটি আগে প্রকাশ: http://imomniscien.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative