বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

নিরাপদে রাখুন আপনার জিমেইল এ্যকাউন্ট,হ্যাকিং এর হাত থেকে !!!

আসসালামু আলাইকুম,আমরা যারা জিমেইল ব্যাবহার করি তারাই জানি যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি কত গুরুত্বপূর্ণ। আর এই অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় বা password যদি কেহ জেনে যায়।তাহলে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হবেন তা আমার চেয়ে আপনি ভাল জানেন।আপনার জিমেইল এর password যদি সবাই জেনে যায় তা হলেও কেহ আপনার account-এ প্রবেশ করতে পারবেনা। হ্যাঁ,এ জন্য আপনাকে প্রথমে আপনার account-এ
log in করে উপরে ডান পাশে আপনার নাম বা email ঠিকানার পাশের অ্যারোতে ক্লিক করে account-এ প্রবেশ করুন বা সরাসরি এখান থেকে প্রবেশ করুন।এখন বাম পাশ থেকে sccurity-তে ক্লিক করুন।এখন টু-সেটআপ ভেরিফিকেশন স্ট্যাটাসঃঅফ এর পাশে এডিট-এ ক্লিক করুন । নতুন করে আবার log in পেজ এলে আবার log in করুন।তার পর স্টার্ট সেটআপ  বাটনে ক্লিক করুন।এখন ফোন নাম্বার বক্সে আপনার মোবাইল ফোন নাম্বার লিখে সেন্ড কোড বাটনে ক্লিক করুন।আপনার মুঠোফোনে একটি কোড নাম্বার আসবে।এটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করুন।এখন নেক্সট-এ ক্লিক করুন।তার পর কনফার্ম-এ ক্লিক করুন।এখনে থেকে প্রত্যেকবার আপনার কম্পিউটার ছাড়া অন্য  কারও কম্পিউটার থেকে আপনার gmail অ্যাকাউন্ট-এ লগইন করতে চাইলে আপনার মুঠোফোনে একটি কোড নাম্বার আসবে  এবং সেই কোড নাম্বারটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট-এ প্রবেশ করা যাবে।তাই অন্য কেহ ইচ্ছে করলেই আপনার password-দিয়ে অ্যাকাউন্ট-এ প্রবেশ করতে পারবে না। সবাই ভালো থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative