শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

সহজ ট্যাবভিত্তিক গেজেট বক্স যুক্ত করুন আপনার ব্লগে!!

ব্লগার ব্লগের ট্যাবভিত্তিক গেজেটবক্সব্লগারের ব্লগের সাইডবারে ট্যাবভিত্তিক গেজেটবক্স লাগাতে অনেকেই পছন্দ করেন। একটি মাত্র গেজেটবক্স ব্যবহার করে তার বিভিন্ন ট্যাবে বিভিন্নরকম গেজেট বসানো যায়। ফলে জায়গা বেঁচে যায়। এ কারণে ব্লগারদের পছন্দের গেজেটের মধ্যে ট্যাবভিত্তিক গেজেট একটি বিশেষ জায়গা দখল করে আছে। আমরা বাংলা হ্যাকস ব্লগে এর আগে ব্লগে ট্যাবভিত্তিক গেজেট - উইজেট লাগানোর পদ্ধতিনিয়ে একটি পোস্ট প্রকাশ করেছিলাম। কিন্তু সেই গেজেটবক্সটি নিয়ে কোন কোন ব্লগারের কিছু আপত্তি ছিল। কারও কারও
কাছে গেজেটবক্সটি স্থাপন করা একটু কঠিন মনে হয়েছিল। আজ আমরা আরেকটি ট্যাব গেজেটবক্স তৈরি করা শিখবো। এটার বৈশিষ্ট্য আগেরটার চেয়ে একেবারে অন্যরকম। ফলে স্থাপন করার কাজটি একটুও কঠিন মনে হবে না। ব্লগের HTML অংশে কোনরকম হাত দিতে হবে না। আর এটার লোডিং টাইমও আগেরটার চেয়ে অনেক বেশি। তাহলে আসুন আজ আমরা জেনে নেই এই সহজ ট্যাবভিত্তিক গেজেটবক্সটি কিভাবে ব্লগার.কম ব্লগে স্থাপন করতে হয়।

  • গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
  • এবার ড্যাশবোর্ডের Layout ট্যাবে গিয়ে একটি নতুন HTML গেজেট নিন।
  • নতুন নেয়া HTML/ JavaScript গেজেটটিতে নিচের কোডটুকু সম্পূর্ণ কপি করে নিয়ে পেস্ট করে দিন। গেজেটবক্সটির কোন নাম দেবেন না।

  • <style type="text/css">
    div.tbgtes div.TTs
    {height: 24px; overflow: hidden; }
    div.tbgtes div.TTs a:hover, div.tbgtes div.TTs a.Active
    { background-color: #9B946A; }
    div.tbgtes div.Bhtbgdts
    { clear: both; border: 1px solid #000000; overflow: hidden; background-color: #ffffff;}
    div.tbgtes div.Bhtbgdts div.Bhtbgdt
    { height: 100%; padding: 0px; overflow: hidden; }
    div.tbgtes div.Bhtbgdts div.Bhtbgdt div.Alas
    { padding: 3px 5px; }
    div.tbgtes div.TTs a
    { border-left:1px solid #000000; border-right:1px solid #000000; border-top:1px solid #000000; border-bottom:0px solid#000000; float: left;
    display: block; width: 100px; text-align: center; vertical-align: middle; height: 25px; padding-top: 4px; text-decoration: none; font-family: "Arial", Serif;
    font-size: 12px; font-weight: 900; color: #000000}
    </style>
    <form action="tbgtes.html" method="get">
    <div id="tbgtes">
    <div style="width: 320px;"> <a>নতুন পোস্ট</a> <a>কৃতজ্ঞতা</a> <a>মন্তব্য</a></div>
    <div style="width: 320px; height: 200px;">
    <div>
    <div>
    <script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/tools/recentposts.js"></script><script style="text/javascript">var numposts = 10;var showpostdate = false;var showpostsummary = false;var numchars = 100;var standardstyling = false;</script><script src="/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts"></script>
    </div>
    </div>
    <div>
    <div>
    <div align="center"> <a href="http://www.banglahacks.com/"> <img alt="Bangla Hacks" border="0" src="http://sites.google.com/site/banglahacks/image/banglahacks.jpg" title="Bangla Hacks" /></a> </div>
    </div>
    </div>
    <div>
    <div>
    <script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/shrd/swrcntcmnts.js"></script><script style="text/javascript">var numcomments = 10;var showcommentdate = false;var showposttitle = true;var numchars = 50;</script><script src="/feeds/comments/default?alt=json-in-script&callback=showrecentcomments"></script>
    </div>
    </div>
    </div>
    </div></form>
    <script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/shrd/tabwidget-bh.js"></script>
    <script type="text/javascript">tbgtes_inisial('tbgtes');</script>

  • এই কোডটুকু স্থাপন করা গেজেটটি সেভ করুন।
  • ব্যাস তৈরি হয়ে গেল নতুন সহজ ট্যাবভিত্তিক গেজেটবক্স।
  • আমি এখানে তিনটি ট্যাব তৈরি করেছি। এবং সেখানে নিজের মনমতো তিনরকম কোড বসিয়ে দিয়েছি (সবুজ রঙের কোডগুলো)। এই কোডগুলো আপনার পছন্দমতো পাল্টে নিন
কনফিগারেশন

  • লাল রঙের সংখ্যাগুলো পাল্টিয়ে ট্যাবের প্রস্থ এবং উচ্চতা পাল্টাতে পারবেন।
  • 100px পাল্টালে ট্যাবের সাইজ বড়- ছোট হবে।
  • 320px পাল্টালে গেজেটের প্রস্থ বড়-ছোট হবে।
  • 200px পাল্টালে গেজেটের উচ্চতা কম-বেশি হবে।
  • কমলা রঙের বাংলা শব্দগুলো পাল্টে ট্যাবের নাম পরিবর্তন করতে পারবেন।
উপরে দেয়া কোড যদি কাজ না করে, তাহলে এই লিংক থেকে কোডলেখা টেক্সট ফাইলটি ডাউনলোড করে নিন। এই টেক্সট ফাইলটি থেকে কোড কপি করে HTML/ JavaScript গেজেটে পেস্ট করুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative