এ জন্য তারা একটি যন্ত্র তৈরি করেছেন। চালকের ইশারা-ইঙ্গিত ব্যবহার করে এ যন্ত্রের মাধ্যমে গাড়ি চালানো যাবে। এ জন্য ইনফ্রা-রে বা অবলোহিত রশ্মির সেন্সর বসানো থাকবে গাড়ির ড্যাশবোর্ডে। আর এর ভিত্তিতে চোখের ইঙ্গিত বা হাতের ইশারাকে গাড়ি নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। গাড়িতে এ জন্য
লুকানো থাকবে একটি কম্পিউটার। তাকে শেখানো হবে কোন ইঙ্গিতের কি মানে। তবে ভুলে চোখ ইশারা করলে গাড়ি যেন উল্টা-পাল্টা পথ চলা শুরু না করে কিংবা অনাকাঙ্ক্ষিত কাজ না করে তারও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাত, এ যন্ত্র কোনটা যথার্থ ইঙ্গিত এবং কোনটা ইঙ্গিত তা বুঝতে পারবে।
ইঙ্গিতে যে শুধু গাড়ি চলবে বা থামবে তা নয় বরং গাড়ির ভেতরের রেডিও, এয়ার কুলার সবই চালু ও বন্ধ করা যাবে। এমনকি চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ইঙ্গিত করে।
আগামী দু'বছরের মধ্যে এ গাড়ির পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হবে বলে আশা করা যাচ্ছে।#
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for comment me