
তখন আপনি হয়তো কোন সাইবার ক্যাফে তে বা আপানার বন্ধুর কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে বসলেন। এমন সময় যদি বিদ্যুৎ চলে যায় বা আপনি ভুল করে আপনি ফেসবুক আইডিটা লগ-আউট করতে ভুলে গেলেন। তখন কি হবে? কোন সমস্যা নেই, আপনি আপনার ফেসবুক আইডি লগ-আউট করুন পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই।
নিম্ন লিখিত ধাপ গুল অনুসরণ করুনঃ
১) প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করুন।
২) account settings এ যান।
৩) security তে ক্লিক করুন।
৪) active sessions এ ক্লিক করুন। আবার আপনি আপনার ফেসবুক আইডিতে কখন কোন কম্পিউটার থেকে লগইন করেছেন তা জানতে পারবেন।
৫) আবার end activity তে ক্লিক করুন।
→ব্যাস, হয়ে গেল আপানার ফেসবুক আইডি লগ-আউট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for comment me