বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

আপনার ফেসবুক আইডি লগ-আউট করুন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে।

undefined বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন কিশোর-তরুন খুজে পাওয়া খুবই কঠিন কাজ। আবার অনেকে আছেন তো ফেসবুক ছাড়া একটা দিনও চলে না! যারা ফেসবুকে খুবই ভালোবাসেন তারা কিন্তু তাদের আইডি সম্পর্কে খুবই সচেতন। কোন লোকই চান না যে নিজের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাক। অনেক সময় দেখা যায় যে আপনি দরকারি কাজে বাসা থেকে বের হলেন, তখন আপনার ফেসবুক ব্যবহার করার দরকার পড়ল।
তখন আপনি হয়তো কোন সাইবার ক্যাফে তে বা আপানার বন্ধুর কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে বসলেন। এমন সময় যদি বিদ্যুৎ চলে যায় বা আপনি ভুল করে আপনি ফেসবুক আইডিটা লগ-আউট করতে ভুলে গেলেন। তখন কি হবে? কোন সমস্যা নেই, আপনি আপনার ফেসবুক আইডি লগ-আউট করুন পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই।
নিম্ন লিখিত ধাপ গুল অনুসরণ করুনঃ
১) প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করুন।
২) account settings এ যান।
৩) security তে ক্লিক করুন।
৪) active sessions এ ক্লিক করুন। আবার আপনি আপনার ফেসবুক আইডিতে কখন কোন কম্পিউটার থেকে লগইন করেছেন তা জানতে পারবেন।
৫) আবার end activity তে ক্লিক করুন।
ব্যাস, হয়ে গেল আপানার ফেসবুক আইডি লগ-আউট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative