শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কম্পিউটার কে Piriform Defraggler পোর্টেবল সফট দিয়ে দ্রুত ডিফ্রাগ করুন।

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক কে ড্রাইভ অনুসারে খুব দ্রুত ডিস্ক ডিফ্রাগ করার একটি পোর্টেবল সফটওয়্যার। যা ডিফ্রাগ করে আপনার কম্পিউটারকে করে তুলবে গতিময়। সফট ওয়্যার টির নাম Piriform Defraggler মাত্র 3.45 মেগাবাইট। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন। এরপর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন Defraggler নামের ফাইলটি তাতে ডাবল ক্লিক করুন। নিচের চিত্রের মত পাবেন———————


এখানে Analyze এ ক্লিক করুন Analyze শেষ হলে আপনি ডিফ্রাগ করার দুইটি অপশন পাবেন একটি নরমাল ও অপরটি দ্রুত ডিফ্রাগ করার। আপনি Quick Defrag সিলেক্ট করে দিয়ে নিশ্চিন্তে অন্য কাজ করুন। দেখবেন সফট ওয়্যারটি দ্রুত আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের ড্রাইভ কে ডিফ্রাগ করে বেশ গতিময় করে তুলেছে। তো বন্ধুরা তাহলে উপভোগ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative