বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ!

ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অনেক্ষা রাখে না। চাইলেই আপনিও এইচটিএমএল, সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএল-ও জানতে হবে। এখন কথা হল, আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। ১. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে, এবং ২. রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইন ব্যবহার করে। রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটআপ করতে পারবেন, ক) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে, খ) ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।


গত পর্বে দেখিয়েছি কিভাবে সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়ে। আর তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের আজকে আপনাদের দেখবো কিভাবে আপনি রিমোর্ট/ওয়েব সার্ভারে ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন...

১. আপনার হোস্টিং সি-প্যানেল এ ব্রাউজ করুন। আপনার সি-প্যানেল ঠিকানা হবে cpanel.yourdomain.com। yourdomain.com এর জায়গার আপনার ডোমেইন এর নাম লিখুন। আবার নিচের মতো পেজ আসবে(ফ্রী হোস্টিং হলে লগিন পেজের চেহারা অন্যরকম হতে পারে)। সেখানে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন এ ক্লিক করুন।

২. সি-প্যানেল হোম পেজ থেকে মাউস স্ক্রল করে নিচের দিকে আসুন। তারপর সেখানের Files থেকে File Manager ক্লিক করুন। নিচের ইমেজ এর মতো...

৩. ফাইল ম্যানেজার পপ-আপ বক্স আসলে সেখানে থেকে Public FTP Root (public_html) সিলেক্ট করুন, তারপর Document Root For: থেকে আপনার ডোমেইন সিলেক্ট করে নিচের থেকে Go বাটনে ক্লিক করুন। নিচের ইমেজটি দেখুন...

৪. Go তে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনি public_html পেজটি পাবেন। সেখানে থেকে New Folder এ ক্লিক করে নতুন একটি ডিরেক্টরি তৈরী করে নিন যেখানে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন। আমি এখানে Test নামে ফোল্ডার করেছি। নিচের ইমেজটির মতো.

৫. Test ফোল্ডারটিতে প্রবেশ করুন এবং Test ফোল্ডারে ওয়ার্ডপ্রেস সিএমএস-টি আপলোড করার জন্য Upload লিঙ্কে ক্লিক করুন..



৬. আবার ওয়ার্ডপ্রেস সিএমএস ফাইলটি আপলোড করতে Choose File এ ক্লিক করুন.



৭. আপনার হার্ডডিস্ক থেকে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি Open করুন...



৮. এবার আপলোড শুরু হবে...



৯. আপনার নেট স্পিড ভাল হলে কিছুক্ষনের মধ্যে আপলোড শেষ হবে...



১০. এবার ওয়ার্ডপ্রেস ফাইলটি সিলেক্ট করে Extract (আনজিপ) ক্লিক করুন..



১১. Extract (আনজিপ) পপআপ আসলে Extract File(s) ক্লিক করুন...



১২. Extract (আনজিপ) হয়ে গেলে উইন্ডোটি Close করুন...

১৩. এবার দেখুন আপনার public_html/yourdirectoryname এই ঠিকানায় ওয়ার্ডপ্রেস আনজিপ হয়ে গেছে। আনজিপ হলে নিচের মতো ফাইলগুলো পাবেন...



১৪. এবার আপনার ওয়ার্ডপ্রেস ইউআরএল-টি ব্রাউজ করুন... আমার ইউআরএল www.rangpursource.com/test ব্রাউজ করে নিচের পেজটি আসবে। Create a Configuration File এ ক্লিক করুন...

১৫. Let’s go! ক্লিক করুন.

১৬. এবার যে পেজটি আসবে সেখানে আপনাকে ওয়ার্ডপ্রেস ডাটাবেস, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট দিতে বলবে। বাই ডিফল্ট ডাটাবেস হোস্ট নাম localhost. কোন পরিবর্তন না করে এটাই রাখবেন। কিন্তু আপনাকে এখন অবশ্যই ডাটাবেস তৈরী করতে হবে এবং এটাও মেনুয়ালই-ই করতে হবে যদি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান। পরের স্টেপ দেখুন...

১৭. আপনার হোস্টিং হোম পেজের Databases সেকশন থেকে MySQL databases এ ক্লিক করুন.

১৮. পরের পেজে Create New Database এ আপনি যে নামে ডাটাবেস তৈরী করতে চান সেটা লিখুন। যে নামটি লিখবেন সেই নামে একই ডাটাবেস যেন আগে তৈরী করা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবার Create Database ক্লিক করুন...১৯. ডাটাবেস তৈরী হয়ে গেলে Go Back করুন...

২১. MySQL Database হোম দেখুন আপনার সদ্য তৈরী ডাটাবেসটি যুক্ত হয়ে গেছে..

২০.MySQL Database হোম থেকে এবার MySQL User যুক্ত করতে হবে। নিচের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Create User ক্লিক করুন..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative