শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

চুরি গেছে ইয়াহুর সাড়ে চার লাখ পাসওয়ার্ড; গোপন তথ্য ফাঁসের আশংকা


চুরি গেছে ইয়াহুর সাড়ে চার লাখ পাসওয়ার্ড; গোপন তথ্য ফাঁসের আশংকাইয়াহুর সার্ভার হ্যাক করে চার লাখ ৫৩ হাজার পার্সওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকারা। একইসঙ্গে তারা ওই সব তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছে। 'দ্য ডিথ্রিথ্রিডিএস' নামের একটি গ্রুপ ইয়াহুর পাসওয়ার্ড হ্যাক করার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ ওয়েব সাইট লিঙ্কডইনের প্রায় ৬৪ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হওয়ার মাত্র এক মাস পর ইয়াহুর পার্সওয়ার্ড হ্যাকের ঘটনা ঘটলো। সে সময় লিঙ্কডইনের পরিচালক ভিনসেন্টে সিলভেরিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি যাওয়ার জন্য ইউজারদের
কাছে ক্ষমা চেয়ে অ্যাকাউন্টের নিরাপত্তা আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ইয়াহুর পাসওয়ার্ড চুরি যাওয়ার পর তথ্যের নিরাপত্তা রক্ষায় কম্পিউটার বিশেষজ্ঞরা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পরামর্শ দিয়েছেন। ইয়াহুর পাশাপাশি জিমেইল,লিঙ্কডইন,হটমেইল,কমক্যাস্ট ও এওএল ব্যবহারীদেরকেও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative