শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুক বিজ্ঞাপন থেকে রক্ষা করুন নিজের তথ্য

ফেসবুকে ব্যবহৃত হচ্ছে নতুন ধরণের সোসিয়্যাল এডস । এই বিজ্ঞাপনগুলোতে ব্যবহারকারী পছন্দ, বিভিন্ন স্থানের চেকইন ডাটা, ইত্যাদি তথ্য ব্যবহার করে তারই অন্য বন্ধুকে বিজ্ঞাপন প্রদর্শিত হয় । শুধু তাই নয় থার্ড পার্টি বিজ্ঞাপনদাতারও চাইলে আপনার এইসব তথ্য ব্যবহার করতে পারেন । তবে ফেসবুক একটি অপশন রেখেছে যাতে আপনি চাইলেই বিজ্ঞাপনে আপনার তথ্য দেখানো বন্ধ করতে পারেন ।

ফেসবুক বিজ্ঞাপন থেকে রক্ষা করুন নিজের তথ্য

  • প্রথমে ফেসবুকে লগইন করে Account থেকে Accounts Settings এ যান ।

  • এরপর Facebook Ads ট্যাবে ক্লিক করুন ।

  • এই ট্যাবে দুইটি লিংক পাবেন । একটি থার্ড পার্টি বিজ্ঞাপনদাতাদের জন্য , অন্যটি ফেসবুকের সোসিয়্যাল এডসের জন্য ।

  • এবার প্রথম লিংকটিতে যেয়ে ড্রপ ডাউন মেনু থেকে “No one” নির্বাচন করে Save Changes চাপুন ।

  • একই কাজ দ্বিতীয় লিংকটিতে যেয়েও করুন ।
এখন থেকে আপনার ডাটা আর বিজ্ঞাপনর কাজে ব্যবহৃত হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative